আরিফের জন্য

*★********************************★*
মুহুর্তরা সত্যিই শব্দহীন -- শিশিরের মত নিঃশব্দে এগিয়ে যায় প্রখর সূর্যের মুখোমুখি ইপ্সিত মৃত্যুকে আলিঙ্গন করবে বলে।
এক একটা সকাল আসে মৌনতা ভেঙে মুহূর্তরা ছড়িয়ে পড়ে লুকনো  পাসওয়ার্ডএর নামে।যৌনগন্ধা স্বর ওঠানামা করে ওয়ারড্রব  থেকে জানালার শার্সি  হয়ে--- গাঁজার গন্ধ বুকে নিয়ে চলে যায় মনখারাপ।
বৃষ্টি  নামে আকাশ ভেঙে -- নতুন বৌএর মত কচুপাতারা স্নানকরে, চুল ভেজায়না।শৈশবও ছুটে যায় তার নুপুরের সব্দে।
গরম ভাতের শব্দে ভেসে ওঠে মায়ের গন্ধ।
মা ঘুম আসছে না।
মা ঘুম আসছেনা।
মা কিছুতেই ঘুম আসছে না